2.3 C
London
January 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

বিনামূল্যে ক্যান্সারের ভ্যাকসিন দেবে রাশিয়া

রাশিয়া নিজস্ব এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছে। ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আঁন্দ্রে ক্যাপ্রিন রেডিও রাশিয়াকে এ কথা জানিয়েছেন।

বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম দিকে এটিকে বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।

এর আগে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ তাসকে বলেন, ভ্যাকসিনটি’র প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে। এটি টিউমার বেড়ে যাওয়া এবং শরীরে ছড়িয়ে পড়া রোধ করে।

সূত্রঃ তাস

এম.কে
১৬ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

এবার রাশিয়ার কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত!

হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা, সতর্কবার্তা ব্রিটিশ-মার্কিন গোয়েন্দা প্রধানদের

উষ্ণায়ন, বিপর্যের দিকে যাচ্ছে পৃথিবী

নিউজ ডেস্ক