3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

বিবাহবহির্ভুত সন্তান জন্মদানে ইউরোপের শীর্ষে রয়েছে ফ্রান্স

বিবাহবহির্ভুত সন্তান জন্মদানে ইউরোপের দেশগুলোতে শীর্ষে রয়েছে ফ্রান্স। দেশটিতে ১০০ শিশুর মধ্যে ৬০ জনের বাবা-মা বিয়ে ছাড়াই তাদের সন্তান জন্ম দেন। পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের এক জরিপে এই তথ্য পাওয়া যায়।

২০১৮ সালে ইউরোপে বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেয়ার হার দাঁড়ায় ৪২ শতাংশ। ২০০০ সালে এ হার ছিল ২৫ শতাংশ। গেলো ১৮ বছরে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয়ার হার বেড়েছে ১৭ শতাংশ।

বর্তমানে ইউরোপের বিভিন্ন অঞ্চলের দেশগুলোতে জন্মগ্রহণ করা শতকরা ৪২টি শিশুর বাবা-মা বিয়ে ছাড়া সন্তান জন্ম দিচ্ছেন। ইউরোপের ২৬টি দেশের মধ্যে জরিপটি পরিচালনা করা হয়।

তথ্যানুযায়ী জানা যায়, ফরাসী আইন অনুযায়ী বিয়ের পর আলাদা হতে চাইলে স্ত্রী’কে সম্পদের অর্ধেক দিতে হয়। সন্তান থাকলে আরো বেশি। সন্তান তার মায়ের কাছে থাকার আইনি অধিকার পায়। এ কারণে সন্তান জন্মদানে সক্ষমতা থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক গড়ে উঠে কম। ফ্রান্সের পরই বেলজিয়াম বিবাহ বহির্ভূত জন্মদানে এগিয়ে আছে।

উল্লেখ্য যে সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডসেও বহির্ভূত জন্মদানের হার ৫০ শতাংশের উপরে। বেলজিয়াম, চেচনিয়া স্পেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়ায় জন্ম নেয়া শিশুদের ক্ষেত্রে এ হার ৪০ শতাংশের বেশি। এ তালিকায় ১৯ নম্বরে আছে ইতালি।

সূত্রঃ ইউরোস্টেট

এম.কে
০৭ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

২০২৩ সালে ল্যান্ডলর্ডদের যা জানা প্রয়োজন

নিউজ ডেস্ক

বিলেতে বাড়ি কেনাবেচাঃ শর্টটার্ম লেট

ফেসবুকের বিরুদ্ধে মামলা এগিয়ে নিতে পারবে এফটিসি

অনলাইন ডেস্ক