TV3 BANGLA
বাংলাদেশ

বিবিসির কিংবদন্তি সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই

বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। রোববার ভারতের নয়াদিল্লিতে নব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিবিসি হিন্দির এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

কলকাতায় জন্মগ্রহণ করা স্যার মার্ক টালি ১৯৬৪ সালে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এ যোগ দেন। পরের বছরই, ১৯৬৫ সালে তিনি দিল্লিতে বিবিসির দক্ষিণ এশিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেন। এরপর কয়েক দশক ধরে ভারত, বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়াজুড়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলি কাভার করেন তিনি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্যার মার্ক টালি ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পক্ষে সত্য তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, একাত্তরের এপ্রিল মাসের শেষ সপ্তাহে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রবেশ করেন মুক্তিযুদ্ধের পরিস্থিতি সরেজমিনে দেখতে।

সে সময় পাকিস্তানি সরকার মাত্র দুইজন বিদেশি সাংবাদিককে পূর্ব পাকিস্তানে প্রবেশের অনুমতি দিয়েছিল। স্যার মার্ক টালির সঙ্গে ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ। পাকিস্তানি সেনাবাহিনী সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে বলে মনে করার পরই এই অনুমতি দেওয়া হয়।

সেই সফরের স্মৃতিচারণে মার্ক টালি বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী পর্যন্ত ভ্রমণ করেন। পথে পথে তিনি দেখেছিলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে। স্বাধীনভাবে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ পাওয়ায় তাদের পাঠানো সংবাদ আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পায়।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সাহসী সাংবাদিকতা ও সত্য প্রকাশের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।

বিবিসি থেকে অবসর গ্রহণের পরও তিনি সাংবাদিকতা থেকে দূরে সরে যাননি। ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে লেখালেখি ও বিশ্লেষণ চালিয়ে যান স্যার মার্ক টালি।

দক্ষিণ এশিয়ার ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের নীরব সাক্ষী ও সত্যের ধারক এই সাংবাদিকের মৃত্যুতে আন্তর্জাতিক সাংবাদিকতা অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

শেখ হাসিনার বিচারের আজকের রায় ‘গুরুত্বপূর্ণ’: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

বন্ধ হবে না একটিও ব্যাংকঃ গভর্নর ড. আহসান এইচ মনসুর

বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকার ব্যাংক ঋণ