সারা বিশ্বে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় ভুগছেন ব্যবহারকারীরা। শুধু বাংলাদেশেই নয়; বিশ্বের অনেক দেশ থেকে এমন অভিযোগ আসছে। স্মার্টফোন এবং ডেস্কটপ কোনো মাধ্যমেই তথ্য আদান প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা।
জানা গেছে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল থেকে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ব্যবহারে বিশ্বব্যাপী সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেকেই টুইটারে এ সমস্যার কথা জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, যুক্তরাজ্যে স্থানীয় সময় সকাল থেকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যায় পড়েছে। ব্যবহারকারীরা মেসেজ আদান-প্রদানে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন।
দ্য মিরর জানায়, ডাউন ডিটেক্টর অনুসারে, যুক্তরাজ্য ও ইউরোপে সকাল ৯টার থেকে সমস্যা শুরু হয়। বিশেষ করে পশ্চিম ইউরোপের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সমস্যায় ভুগছেন।
ফেসবুকের এক মুখপাত্র দ্য মিররকে জানিয়েছেন, আমরা জেনেছি ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়ার্কপ্লেস চ্যাটে মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে স্বাভাবিক করার চেষ্টা চলছে।
১০ ডিসেম্বর ২০২০