4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বেতন বৃদ্ধির পরেও জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলাতে ব্যর্থ ব্রিটিশ জনগণ

গড় বেতন বৃদ্ধির পরেও জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হচ্ছে যুক্তরাজ্যের জনগণ। সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) এ খবর প্রকাশ করে বিবিসি।

 

ওএনএস বিবিসিকে বলেছে, “বেতন যুক্তিসঙ্গতভাবে বাড়ছে, কিন্তু কিছু লোক বলছে দাম বাড়ার কারণে তারা খুব একটা ভালো অবস্থানে নেই।”

ব্যাংক অব ইংল্যান্ডের মতে নভেম্বরে, মুদ্রাস্ফীতির হার বেড়ে ৫.১% হয়েছে এবং বসন্তে কমপক্ষে ৬% এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

 

থিঙ্ক ট্যাঙ্ক রেজোলিউশন ফাউন্ডেশন বলেছে: “প্রকৃত মজুরি আনুষ্ঠানিকভাবে নভেম্বরে কমতে শুরু করেছে, এবং ২০২২ সালের দ্বিতীয়ার্ধে অবস্থা আরো খারাপ হতে পারে।”

 

তবে বেতন এখনও প্রাক-মহামারি স্তরের চেয়ে বেশি। ২০২০ সালের মার্চের  বোনাস ব্যতীত গড় সাপ্তাহিক বেতন ৫১০ পাউন্ডের তুলনায় নভেম্বরে বেড়ে হয়েছে ৫৫০ পাউন্ড।

 

পরিসংখ্যান দেখায়, এক বছরেরও বেশি সময় ধরে বেতন বৃদ্ধি জীবনযাত্রার ত্বরান্বিত ব্যয়ের সাথে মেলেনি। তবে, চাকরির বাজার উত্তপ্ত হওয়ার সাথে সাথে অর্থনীতিবিদরা বলছেন যে এই পরিস্থিতি স্বল্পস্থায়ী হতে পারে।

 

১৮ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইউকে সরকার আশ্রয়প্রার্থী হোটেল হামলার ‘সহযোগী’

কুয়েতে ফের ফ্লাইট বন্ধ, বিপাকে প্রবাসীরা

চতুর্থ রাউন্ডের ভোটেও শীর্ষে ঋষি সুনাক