9.5 C
London
January 22, 2026
TV3 BANGLA
Uncategorized

বৈধ ভোট গণনা হলে আমিই জিতব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতারণার অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি। এক ভাষণে ট্রাম্প বলেন, ‘যদি বৈধভাবে ভোট গণনা হয়, আমি সহজেই জিতব’

ট্রাম্প এমন অভিযোগ করলেন অথচ মার্কিন নির্বাচনে এখনও শেষ পর্যায়ের ভোট গণনা চলছে। তিনি জানান, বৈধ মেইল-ইন ব্যালট যা এখন গণনা করা হচ্ছে, আমাদের পরিষ্কার হওয়া উচিত যে এটি অবৈধ ভোট নয়।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অবিশ্বাস্য, কিভাবে মেইল-ইন ব্যালট ভোট একপেশে হচ্ছে। ’

এদিকে ডেমোক্র্যাটদের পোস্টাল ভোটে বেশ পরিচিত রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ পোস্টাল ভোট জো বাইডেনের পক্ষে গেছে।

ট্রাম্প একটি মিথ্যা দাবি করে জানিয়েছিলেন, পোস্টাল ভোট জালিয়াতির ঝুঁকির থাকে। তিনি তার সমর্থকদের পোস্টাল ভোট না দেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এবারের মার্কিন নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ভোটে জো বাইডেন ২৬৪ পেয়ে এগিয়ে রয়েছেন। যেখানে ট্রাম্প ২১৪ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন।

আরো পড়ুন

36 cities and counties could face lockdown – is YOUR area affected?

শুনুন কিভাবে বাংলাদেশী সাংবাদিক বর্ণবাদী হামলার শিকার হলেন!

যেভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন প্রবাসী বাংলাদেশি শ্রমিক

অনলাইন ডেস্ক