TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্যাংক অফ ইংল্যান্ডের সতর্কবার্তা: ধারণার চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে উচ্চ মূল্যস্ফীতি

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের পাইকারি মূল্য কমলেও যুক্তরাজ্যে চলমান মূল্যস্ফীতি ধারণার চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন ব্যাংক অফ ইংল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ হু পিল। তবে তিনি এও বলছেন, জ্বালানি বাজারের বর্তমান বড় ধরনের পতন চার দশকের মধ্যে সবচেয়ে বড় মূল্যস্ফীতি কাটিয়ে উঠতে সহায়তা করবে। নভেম্বরে দেশটির মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক সাত শতাংশ। যা চলতি বছরের মাঝামাঝি সময় থেকে কমতে পারে বলে বিভিন্ন সংস্থা পূর্বাভাস দিয়েছে।

তবে পিল মনে করেন, কর্মীরা মজুরি বৃদ্ধির দাবি করায় এবং বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের মূল্য বৃদ্ধি করায়, মূল্যস্ফীতি কাটিয়ে উঠতে আরো সময় লাগতে পারে। যা বিবেচনায় রেখে ব্যাংকটি চলতি বছর ন্যূনতম সুদের হার বাড়িয়ে ৩.৫ শতাংশ করেছে। গত বছরই এ হার ছিল মাত্র ০.০১ শতাংশ।

পিল বলছেন, জ্বালানির দাম বড় পরিসরে কমলেও তা ঐতিহাসিক গড় দামের চেয়ে অনেক বেশি। তাই অতিরিক্ত মোকাবেলায় কোম্পানিগুলো পণ্যের দাম বৃদ্ধি করলে সেটি মূল্যস্ফীতির উপর প্রভাব ফেলবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ঋষি সুনাক ২০২৩ সালের মধ্যে মূল্যস্ফীতি অর্ধেক কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

সূত্র: গার্ডিয়ান

আরো পড়ুন

হোম অফিস কর্তৃক কিছু আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশত্যাগের নির্দেশনা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ মিলিয়ন ছাড়ালো

যুক্তরাজ্য থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করল নেদারল্যান্ডস