সৌদি আরবের কাছে ব্রিটেনের সমরাস্ত্র বিক্রির ফলে ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ত্রাণ বিষয়ক সংস্থা অক্সফাম ।
অক্সফাম এক প্রতিবেদনের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সময় সংবাদে বলা হয়, ইয়েমেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য দায়ী মূলত ব্রিটেন। রিয়াদের কাছে লন্ডনের সমরাস্ত্র রপ্তানি বিশেষ করে জঙ্গিবিমানের জ্বালানী সংগ্রহের সরঞ্জাম রপ্তানির কারণে এ যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না। ওই সরঞ্জামের কারণে ইয়েমেনের ওপর সৌদি বিমান হামলা অব্যাহত রাখা সহজতর হয়েছে।
যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও আরো কয়েকটি দেশের পূর্ণ সমর্থন নিয়ে সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাসে দারিদ্র-পীড়িত ইয়েমেনের ওপর বিমান হামলা শুরু করে। একইসঙ্গে জল, স্থল ও আকাশপথে ইয়েমেনের ওপর কঠোর অবরোধ আরোপ করা হয়।
ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ১৭ হাজার মানুষ নিহত, অন্তত ২০ হাজার আহত এবং লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ২০২১
নিউজ ডেস্ক