9.5 C
London
January 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ নাগরিকের বিমানবন্দরে মলত্যাগের হুমকি

বিমানবন্দরে প্রত্যেক যাত্রীরই লাগেজ চেকিং হয়। এই চেকিংয়ে সময় বেশি লাগায় বিরক্ত হয়ে মলত্যাগের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এমন ঘটনাই ঘটল যুক্তরাজ্যের লন্ডনের গেটউইক বিমানবন্দরে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যদিও প্রতিবেদনে এমন কাণ্ড করা ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি এবং কবে এ ঘটনা ঘটেছে তাও জানানো হয়নি।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ ওই ভ্রমণকারীর লাগেজ আসতে দেরি হওয়ায় তিনি অধৈর্য্য হয়ে চিৎকার করতে থাকেন। দ্রুত লাগেজ না আসলে তিনি বেল্টের ওপর মলত্যাগের হুমকি দেন। পরে ওই ব্যক্তি প্রথমবার হুমকি দিয়ে তার লাগেজ পেতে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করেছিলেন। এর পর তিনি কনভেয়র বেল্টের ওপর বসে পড়েন এবং আবারও মলত্যাগের হুমকি দেন।

শেষ পর্যন্ত অনেকক্ষণ অপেক্ষা করে ওই ব্যক্তি তার লাগেজ ফিরে পান। তবে হুমকি দিলেও শেষ পর্যন্ত তিনি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাননি।

এর আগে, চলতি বছরের ২৪ জুন ভারতের মুম্বাই থেকে ছেড়ে যাওয়া দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ ফ্লাইটে এক যাত্রী মলত্যাগ করেন। পরে ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্রঃ নিউইয়র্ক পোস্ট

এম.কে
০৫ জানুয়ারি ২০২৩

আরো পড়ুন

সংবাদপত্রে ভিন রাষ্ট্রের মালিকানা নিষিদ্ধ করবে যুক্তরাজ্য

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের আহ্বান

অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাজ্যের প্রয়োজন ১ ট্রিলিয়ন পাউন্ডের বিনিয়োগ

নিউজ ডেস্ক