TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ বাংলাদেশি উবার চালকের ওপর ছিনতাই হামলা, অভিযুক্ত পলাতক

যুক্তরাজ্যের স্টিভেনেজে এক ব্রিটিশ বাংলাদেশি উবার চালককে ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। শনিবার (১০ নভেম্বর) রাত ৯টা ০৬ মিনিটে স্যালিসবারি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নাম শফিকুল হক সাব্বির (২০)। তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি নাগরিক এবং পেশায় উবার চালক। সাধারণত দিনে ও রাতে মিলটন কিন্স এলাকায় গাড়ি চালান তিনি। ঘটনার সময় সাব্বির গাড়িতে বসে ছিলেন। এ সময় এক নারী যাত্রী সেজে গাড়িতে ওঠেন এবং তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি হঠাৎ সাব্বিরের ওপর হামলে পড়ে। তারা ছুরি ঠেকিয়ে তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, ব্যাংক কার্ড এবং পরিচয়পত্র নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। অভিযুক্তকে ধরতে হেলিকপ্টারও ব্যবহার করা হয়, তবে রাতভর অভিযান চালিয়েও সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অপরাধী এখনো পলাতক রয়েছে এবং তদন্ত চলছে।

পুলিশ জনগণের সহযোগিতা কামনা করেছে। কেউ এ ঘটনার বিষয়ে তথ্য জানলে অপরাধ রেফারেন্স নম্বর 41/107233/25 উল্লেখ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তথ্য দেওয়া যাবে অনলাইনে herts.police.uk/report-এ, ওয়েব চ্যাটে herts.police.uk/contact-এ অথবা নন-ইমারজেন্সি নম্বর ১০১-এ ফোন করে।

এ ছাড়া সম্পূর্ণ গোপনীয়ভাবে তথ্য দেওয়া যাবে স্বতন্ত্র দাতব্য সংস্থা ক্রাইমস্টপারস-এর মাধ্যমে ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে কল করে অথবা crimestoppers-uk.org-এ অনলাইন ফর্ম পূরণ করে।

সূত্রঃ দ্য কমেট

এম.কে

আরো পড়ুন

আফগানদের জন্য দূরবর্তী আশ্রয়কেন্দ্র পরিকল্পনা যুক্তরাজ্যের

ফেসবুক ব্যবহার করে যুক্তরাজ্যে জন্মসনদ নিয়ে নতুন জালিয়াতি

যুক্তরাজ্যের বাজার পরিস্থিতি নিয়ে সরকার বিপাকে