যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিনাগগে ভয়াবহ হামলার মাত্র একদিন পর ব্রিটিশ বাংলাদেশি ব্যারিস্টার শাম উদ্দিন সামাজিক মাধ্যমে দাবি করেছেন, ইসরায়েলি সরকারই ওই হামলার নেপথ্যে এবং তারা রাজা চার্লসকে হত্যার ষড়যন্ত্র করছে। তার এই মন্তব্যে যুক্তরাজ্যের আইনি মহল, ইহুদি সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোতে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শাম উদ্দিনের পোস্ট করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “গুজব রয়েছে যে ইসরায়েলি সরকার ম্যানচেস্টারের সিনাগগে সংঘটিত হামলাটি পরিকল্পনা করেছিল। তাদের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্লিপার সেল রয়েছে, যেগুলো তারা ইচ্ছেমতো সক্রিয় করে।” এরপর তিনি দাবি করেন, “রাজা চার্লস এখন ইসরায়েলি সরকারের লক্ষ্যবস্তু। তারা নির্বাচনের আগে তাকে হত্যা করবে, যাতে ডানপন্থীরা সক্রিয় হয় এবং যুক্তরাজ্যে জাতিগত দাঙ্গা শুরু হয়।”
হামলার ঘটনার দিন ছিল ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুর। ম্যানচেস্টারের হিটন পার্ক সিনাগগে ওইদিন সন্ত্রাসী জিহাদ আল-শামি (৩৫) এর হামলায় দুইজন নিহত এবং তিনজন আহত হন। নিহতরা হলেন অ্যাড্রিয়ান ডলবি (৫৩) ও মেলভিন ক্রাভিটজ (৬৬), যারা ম্যানচেস্টারের ইহুদি সম্প্রদায়ের সক্রিয় সদস্য ছিলেন।
বার্মিংহামের গ্রিনভার্ন ল’ চেম্বার্সে কর্মরত শাম উদ্দিন ২০১৫ সালে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তার বৈধ প্র্যাকটিস লাইসেন্স রয়েছে। তার চেম্বারে দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক আইন নিয়ে কাজ করা হয়। তিনি সামাজিক মাধ্যমে নিজেকে “ব্যারিস্টার-অ্যাট-ল, মধ্যস্থতাকারী, লেখক ও দার্শনিক” হিসেবে পরিচয় দেন।
শাম উদ্দিন ২০২৪ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর লিংকডইনে লিখেছিলেন, “এই হামাস আক্রমণ ইসরায়েলি সরকারের কিছু অংশের মদদে হয়েছে, যাতে ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করে দুই রাষ্ট্র সমাধানকে সমাধিস্থ করা যায়।” তিনি আরও দাবি করেছিলেন, “এটি কোনো ষড়যন্ত্র নয়, বরং বাস্তবতা।”
তার সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর ইহুদি অধিকার সংগঠন Campaign Against Antisemitism (CAA) এক বিবৃতিতে জানায়, “একজন কর্মরত ব্যারিস্টার এমন বিকৃত ও বিপজ্জনক ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করছেন, যা সহিংসতা ও ঘৃণাকে উসকে দিতে পারে।” সংগঠনটি Bar Standards Board (BSB)-এর প্রতি আহ্বান জানায়, শাম উদ্দিনকে অবিলম্বে স্থগিত ও তদন্তের আওতায় আনা হোক।
CAA-র মুখপাত্র বলেন, “যেখানে ইহুদিরা সিনাগগের বাইরে খুন হচ্ছে, সেখানে একজন ব্যারিস্টার দাবি করছেন যে ইসরায়েলই হামলার নেপথ্যে। এটি শুধু বিকৃতই নয়, বরং ভয়ঙ্করভাবে উসকানিমূলক। এমন বক্তব্য সমাজে আরও বিভাজন সৃষ্টি করতে পারে।”
উল্লেখ্য যে, শাম উদ্দিন ২০২৪ সালে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন ও স্টেপনি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, যেখানে তিনি লেবার পার্টির রুশনারা আলীর কাছে বিপুল ভোটে পরাজিত হন।
সূত্রঃ ডেইলি মেইল
এম.কে
০৫ অক্টোবর ২০২৫