20.2 C
London
July 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ শিশুদের দিয়ে হামলার ষড়যন্ত্রঃ রাশিয়া-ইরানের বিপজ্জনক গোপন নেটওয়ার্ক

যুক্তরাজ্যে রাশিয়া ও ইরানের রাষ্ট্রীয় গোয়েন্দারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশু-কিশোরদের প্রভাবিত করছে এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের চেষ্টা করছে বলে সতর্ক করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এই শত্রু রাষ্ট্রগুলো ব্রিটিশ তরুণদের ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করে হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাতে চাচ্ছে।

সন্ত্রাস দমন ইউনিটের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভানস জানান, ২০১৮ সালের পর থেকে এই ধরনের রাষ্ট্র-সমর্থিত হুমকি পাঁচ গুণ বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে কিশোরদের সঙ্গে ‘গোপনে সংযোগ স্থাপন’, তাদের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে ধাপে ধাপে বিভিন্ন দায়িত্ব দিয়ে সহিংস কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে।

এমন এক কিশোরকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, যার বয়স কেবল মাঝামাঝি কিশোর বয়সে। কর্মকর্তারা জানিয়েছেন, এই হুমকি এখন এতটাই ব্যাপক যে ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশের এক-পঞ্চমাংশ সম্পদ এখন রাষ্ট্র-সমর্থিত অপরাধ মোকাবেলায় ব্যয় হচ্ছে।

সম্প্রতি একটি আলোচিত মামলায় জানা যায়, ডিলান আর্ল নামে এক ব্রিটিশ মাদক ব্যবসায়ী রাশিয়ার ওয়াগনার গ্রুপের নির্দেশে লন্ডনের একটি গুদামে আগুন দেয়ার ষড়যন্ত্র করেছিল, যেখানে ইউক্রেনের জন্য যোগাযোগ সরঞ্জাম সংরক্ষিত ছিল। একই মামলায় আরও কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়।

কমান্ডার ডমিনিক মারফি জানিয়েছেন, এইসব রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সংখ্যা এমন হারে বাড়ছে, যা কেউ কল্পনাও করেনি। তার ভাষায়, “ইরান এখনো যুক্তরাজ্যে নাগরিকদের ওপর সরাসরি শারীরিক হুমকি তৈরি করছে।”

এমআইফাইভ প্রধান কেন ম্যাককালাম বলেন, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ইরান-সমর্থিত ২০টি হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। এ ধরনের রাষ্ট্র-সমর্থিত কর্মকাণ্ড বর্তমানে ঠাণ্ডা যুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে রয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন।

চীন, রাশিয়া ও ইরান এখন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এই দেশগুলোর কর্মকাণ্ড ঠেকাতে সরকার ‘ফরেন ইনফ্লুয়েন্স রেজিস্ট্রেশন স্কিম’ চালু করেছে, যার আওতায় বিদেশি প্রভাব বিস্তারকারীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই হুমকি রোধে শুধু আইন নয়, সামাজিক সচেতনতা ও প্রযুক্তি ব্যবস্থাপনারও তীব্র প্রয়োজন রয়েছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
১৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

পূর্ব লন্ডনের হ্যাকনিতে বন্দুকধারীদের গুলিতে একজনের মৃত্যু

যুক্তরাজ্যে স্ট্রোক রোগীদের চিকিৎসায় এনএইচএস ব্যর্থ, বাড়ছে মৃত্যু ও অভিযোগ

বিতর্কিত অভিবাসননীতি বাতিল হলেও টাকা ফেরত দিবে না রুয়ান্ডা