19.5 C
London
October 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

‘ব্রিটিশ সরকারের ভুল নীতির কারণে ১০ হাজার মানুষের মৃত্যু’

যুক্তরাজ্যে করোনা মোকাবিলায় ব্রিটিশ সরকারের ভুল নীতির কারণে অযথা অন্তত দশ হাজার মানুষ মারা গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের সাবেক উপদেষ্টা ডমিনিক কামিংস। খবর বিবিসির।

 

সাত ঘণ্টার এক অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার জেরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হনককের পদত্যাগেরও দাবি জানান।

 

কামিংস বলেন, প্রধানমন্ত্রী বরিস জনসন বৈজ্ঞানিক পরামর্শ উপেক্ষা করে ভুলভাবে লকডাউন পরিচালনা করেছেন। তিনি এ ব্যাপারে কারও সঙ্গে আলোচনায় না বসে নিজের মতো লকডাউন পরিচালনা করায় অর্থনৈতিক সমস্যাও জটিল আকার ধারণ করে দেশটিতে।

 

করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের বিশ্রামে থাকতে না দিয়ে, আবার কর্মস্থলে কাজ করালে এ সংখ্যা আরও বেড়ে যায় বলেও দাবি করেন কামিংস।

 

২৭ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ইংল্যান্ডে পেশাবদল করছেন সমাজকর্মীরা

ইংল্যান্ডে আউটডোর স্পোর্টস ফেরত আসবে ২৯ মার্চ

যে কারণে অন্ধকারে ডুবে আছে লেবানন

অনলাইন ডেস্ক