24.1 C
London
July 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের যাত্রীদের কোয়ারেন্টিন ঘোষণা জার্মানির

ওমিক্রন সংক্রমণ ধীর করার উদ্দেশ্যে ব্রিটেন থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দিয়েছে জার্মানি। সোমবার (২০ ডিসেম্বর) থেকে এই নিয়ম কার্যকর হবে জানায় স্কাই নিউজ।

 

খবরে বলা হচ্ছে, যুক্তরাজ্যে সম্প্রতি কোভিডের এই ভ্যারিয়েন্টের সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপে জার্মান সরকারকে আহ্বান জানায় স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণায়। সরকারের ঘোষণায় বলা হয়, ব্রিটেন থেকে জার্মানি ভ্রমণ করলে দুই সপ্তাহের কোয়ান্টাইন পালন করতে হবে। টিকা নেওয়া যাত্রীদেরও একই নিয়ম মানতে হবে।

 

আরও জানা যায়, যুক্তরাজ্য থেকে আগত প্রত্যেককে করোনা নেগেটিভ টেস্টের প্রমাণ দেখাতে হবে।

 

গত অক্টোবর এবং নভেম্বরে জার্মানিতে সংক্রমণ খুব বেশি বেড়েছে। তবে ডিসেম্বরে কমেতে দেখা গেছে।

 

এদিকে রোববার (১৯ ডিসেম্বর) থেকে চার সপ্তাহের লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস।

 

যুক্তরাজ্য এখন ইউরোপের ওমিক্রন হটস্পট। শনিবার সেদেশে ওমিক্রন কেসের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে, যা শুক্রবারের তুলনায় প্রায় তিন গুণ।

 

টাইমসে বলা হয়েছে, ক্রিসমাসের পর দুই সপ্তাহের লকডাউনের প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ সরকার।

 

১৯ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

অনিয়মিত অভিবাসন নিয়ে বৈঠক করবেন সুনাক-মেলোনি

যুক্তরাজ্যের আবহাওয়া: ক্রিসমাসে কনকনে ঠাণ্ডা ও তুষারপাতের পূর্বাভাস

ডিডব্লিউপি গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অতি জরুরি ৬টি পরামর্শ

অনলাইন ডেস্ক