2.7 C
London
January 23, 2025
TV3 BANGLA
ইউরোপ

ব্রিটেনের যে ছোট্ট শহরে করোনার আক্রান্তের হার সবচেয়ে বেশি

যুক্তরাজ্যের অন্যান্য শহরের তুলনায় নরফোকের ছোট্ট শহর ওয়াটনে একটি মাংস প্রসেসিং প্ল্যান্টে করোনার সংক্রামণ অনেক ভয়াবহ ভাবে বেড়েছে। সেদেশের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পোর্ক (শূকরের মাংস) এই প্ল্যান্টে প্রসেসিং হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এই প্লান্টের কর্মীদের অর্ধেকই করোনায় আক্রান্ত হয়েছেন।

খবর বলা হয়, এলাকার মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। শহরের এমন ভয়ানক অবস্থা সম্পর্কে সরকারকে সতর্ক করা হয়েছে। অক্টোবরের ২৭ তারিখের পর থেকে একসপ্তাহে এই শহরের প্রতি এক লাখ লোকের মধ্যে ১৫১৬টি করোনা কেস পাওয়া গেছে।

স্থানীয় কাউন্সিলর কিথ গিলবার্ট বলেন, অনেক মানুষ করোনা সংক্রামণের ভয়ে ওয়াটনে কেনাকাটা বন্ধ করে দিয়েছেন। তারা শহর ছেড়ে অন্য শহরের মার্কের থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আনছেন।

তিনি বলেন, এই প্ল্যান্ট যত বেশি মাংসই উৎপাদন করুক না কেন তারপরেও বন্ধ করে দেয়া উচিত। কারণ কেবল সেখানে কাজ করা ব্যক্তিদের জন্য নয়, পুরো শহরবাসীর জন্যই এটি ঝুঁকিপূর্ণ।

সূত্র: মিরর
৯ নভেম্বর ২০২০
এসএফ / এনএইচ

আরো পড়ুন

১৫ হাজার বাংলাদেশিকে বৈধতা দিচ্ছে গ্রিস

অনলাইন ডেস্ক

দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, মৃত্যুর সংখ্যা বাড়ছে

বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি

অনলাইন ডেস্ক