TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের সরকারি ওয়েবসাইটসহ কয়েকটি সংবাদপত্রের ওয়েবসাইট ডাউন

ব্রিটেনের সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে। সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্যা গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস।

 

ব্রিটিশ সরকারি সাইট – গভ.ইউকে-ও ডাউন। বিবিসির কিছু অংশও বিকল রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া অনলাইন মার্কেট অ্যামাজনেও সমস্যা দেখা দিয়েছে।

 

ডাউন হওয়া সাইটগুলোতে বলা হচ্ছে: “এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।”

 

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে।

 

ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন – গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক-এর সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে।

 

সূত্র: বিবিসি বাংলা
৮ জুন ২০২১

আরো পড়ুন

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পূর্ব ইউরোপে সৈন্য পাঠাবে যুক্তরাজ্য: বরিস জনসন

অনলাইন ডেস্ক

ল’ উইথ এন রহমান- ৪ জানুয়ারি ২০২১

প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষকদের দাসপ্রথায় সম্পৃক্ততা, ক্ষমা চাইল দ্য গার্ডিয়ান

নিউজ ডেস্ক