TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের সামাজিক দূরত্বের বিধি উঠে যেতে পারে জুনে

যুক্তরাজ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিধিনিষেধ জারি হয়েছিল তা আগামী জুনে বাতিল হতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

রোববার (৩ মে) ব্রিটিশ সাংবাদিকদের কাছে দেওয়া বরিস জনসনের বক্তব্যের বরাত দিয়ে মিররে উল্লেখ করা হয়, ব্রিটেনের পাব, রেস্তোরাঁ, সিনেমা, থিয়েটারসহ বিভিন্নস্থানে ১ মিটার সামাজিক দূরত্ব মেনে চলার নিয়মটি আগামী ২১ জুন থেকে উঠে যেতে পারে।

 

তিনি বলেন, দ্রুত গতিতে ভ্যাকসিন কর্মসূচী আগাচ্ছে। এ পর্যন্ত পাঁচ কোটি লোক ভ্যাকসিন নিয়েছেন। বর্তমানে সামাজিক দূরত্বের যে বিধি আছে তা আগামী ২১ জুন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিদ্ধান্তটি অবশ্যই পরবর্তী তথ্য-উপাত্তের উপর নির্ভর করবে।

 

বরিস জনসন আরো বলেন, ১৭ মে থেকে ফরেন হলিডে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

 

টাইমসের রিপোর্টে জানানো হয়, ব্রিটেনের লকডাউন পুনরুদ্ধারের রোড ম্যাপ অনুযায়ী চতুর্থ ধাপে পাব ও রেস্তোরাগুলো পুরোদ্যমে কর্যক্রম চালাতে পারবে।

 

এরপরও মাস্কসহ কিছু বিষয়ের বিধিনিষেধ অপরিবর্তিত থাকবে। যেমন, সিনেমা বা থিয়াটারের মতো স্থানগুলোতে মাস্ক ব্যবহার করতে হবে।

 

এছাড়া গণ পরিবহনসহ লোকসমাগমের বড় বড় ক্ষেত্রগুলো স্বল্প পরিসরে কার্যক্রম চালাবে।

 

৩ মে ২০২১
এনএইচ

আরো পড়ুন

বিপুল পরিমাণ মদসহ চিত্রনায়িকা পরীমনি আটক

অনলাইন ডেস্ক

অবৈধ অভিবাসী আটকাতে কট্টর অষ্ট্রিয়া

৭ মাস পর জানা গেল টেমস নদীতে ঝাঁপ দেওয়া কিশোর জাহেদের ‘মৃত্যুরহস্য’