4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্টের পদত্যাগ

যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ‘ব্রেক্সিট মন্ত্রী’ লর্ড ফ্রস্ট। তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার (ব্রেক্সিট) চুক্তি, ও উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে যুক্তরাজ্যের আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন।

এক সপ্তাহ আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বরিস জনসনকে চিঠি দিয়েছেন লর্ড ফ্রস্ট। সেখানে কোভিড মোকাবিলায় গৃহীত কর্মসূচির সঙ্গে তিনি আংশিকভাবে দ্বিমত পোষণ করেছেন বলে জানা যায়।

চিঠিতে লর্ড ফ্রস্ট লিখেছেন, আশা করি আমার পদত্যাগপত্রটি দ্রুত কার্যকর হবে। এছাড়াও, তিনি দেশে একটি ‘স্বল্প-কর’অর্থনীতি দেখার ইচ্ছা প্রকাশ করেন সে চিঠিতে।
তিনি আরও বলেন, ‘ব্রেক্সিট এখন নিরাপদ’। এতদিন ভ্রমণের বর্তমান দিক সম্পর্কে উদ্বিগ্ন ছিলাম।’

লর্ড ফ্রস্টের পদত্যাগপত্র দেওয়ার পর এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘সরকার এবং দেশের প্রতি আপনার ঐতিহাসিক সেবার জন্য আমি অত্যন্ত গর্বিত।’

 

২০ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ‘বিকল্প বিবেচনা’ করছে যুক্তরাজ্য সরকার

সাবিনা হত্যা: এক সন্দেহভাজনের ছবি প্রকাশ

অনলাইন ডেস্ক

যৌন হয়রানির শাস্তিস্বরূপ অর্থদণ্ড দিতে অক্ষম প্রাক্তন টরি এমপি