TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রেক্সিটের পর মিলিয়ন পাউন্ডের বাণিজ্য শুল্ক

ইউরোপীয় ইউনিয়নের সরকারি পরিসংখ্যান অনুসারে, ব্রেক্সিটের পর থেকে ব্রিটিশ রপ্তানি কয়েক মিলিয়ন পাউন্ডের বাণিজ্য শুল্কের সম্মুখীন হয়েছে।

সাসেক্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, ইইউর সাথে শুল্কমুক্ত চুক্তি থাকা সত্ত্বেও যুক্তরাজ্যের রপ্তানিতে ৩.৫ বিলিয়ন পাউন্ডের কর প্রয়োগ করা হয়েছে। ইইউতে যুক্তরাজ্যের পণ্য রফতানির প্রায় ১০ শতাংশ এটিই।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালের প্রথম তিন মাসে ব্রিটিশ রপ্তানিকারকরা ২.৫ বিলিয়ন থেকে ৩.৫ বিলিয়ন পাউন্ড শুল্কের মুখোমুখি হয়েছে। অনেক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান বিবিসিকে বলেছে যে তাদের লক্ষ লক্ষ পাউন্ড শুল্ক দিতে হয়েছে।

ইউরোপীয় কমিশন নিশ্চিত করেছে যে, ইউকে ২.৫ বিলিয়ন পাউন্ডের রপ্তানিতে শূন্য-শুল্ক চুক্তি ব্যবহার করেনি।

সূত্র: বিবিসি
২৯ মে ২০২১
এসএফ

আরো পড়ুন

পর্তুগালের সিটি নির্বাচনে বিজয়ী বাংলাদেশি শাহ আলম কাজল

রাশিয়ার সঙ্গে ফুটবল ম্যাচ খেলবে না ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

রুয়ান্ডায় যেতে চায় না বলে হারিয়ে যাচ্ছে অবৈধ অভিবাসন প্রত্যাশীরা