11.5 C
London
November 19, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ব্লাড ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় ডায়াবেটিসের ঔষধ মেটফর্মিন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেটফর্মিন ডায়াবেটিস আক্রান্ত রোগীরা সাধারণত ব্যবহার করে থাকেন। যা একটি সস্তা ঔষধ হিসাবে সকলের কাছে পরিচিত এবং এই সস্তা ড্রাগ রক্তে শর্করার পরিমাণ দ্রুত কমাতে সাহায্য করে।

এক গবেষণায় জানা যায় ১০ পেন্স দামের প্রতিটি মেটফর্মিন ইতিমধ্যে এনএইচএস দ্বারা ব্যবহৃত হচ্ছে। যা ব্লাড ​​ক্যান্সার থেকে রক্ষা পেতেও সহায়তা করতে পারে।

ডেনিশ বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পেয়েছেন, এই ঔষধ গ্রহণকারী ডায়াবেটিস রোগীদের শরীরে মায়োলো প্রোলিফেরেটিভ নিউওপ্লাজমস (এমএনপি) বিকাশের সম্ভাবনা কম করে দেয়। যা এমন এক ধরনের ক্যান্সারের জীবাণু যার আক্রমণ অস্থি মজ্জা হতে শুরু হয়। এমএনপি স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং অঙ্গ ক্ষতির ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে।

মেটফর্মিনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রভাব রয়েছে, যা পূর্বে হৃদরোগ, নানা ধরনের স্নায়ু সমস্যা ও স্মৃতি হ্রাস জাতীয় রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে।

অ্যালবার্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালের একজন পিএইচডি শিক্ষার্থী বলেন, ” আমরা এমন লোকদের মধ্যে এই ঔষধের সবচেয়ে শক্তিশালী প্রভাব দেখেছি যারা পাঁচ বছরেরও বেশি সময় ধরে মেটফর্মিন গ্রহণ করে যাচ্ছেন।”

উল্লেখ্য যে, রক্তের ক্যান্সার হ’ল বিভিন্ন ক্যান্সার আক্রান্তের মধ্যে যুক্তরাজ্যে পঞ্চম। প্রতি বছর ৪১,০০০ এরও বেশি লোকের শরীরে এই রোগ সনাক্ত করা হয়ে থাকে। পরিসংখ্যান অনুসারে ব্লাড ক্যান্সারে যুক্তরাজ্যে প্রতি ১৬ জন পুরুষের মধ্যে একজন এবং প্রতি ২২ জন মহিলার মধ্যে একজন আক্রান্ত হয়ে থাকে।

পূর্ববর্তী গবেষণায় দেখা গিয়েছিল ঔষধটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে স্তন, কোলন এবং প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দিতে পারে।

সূত্রঃ দ্য সান

এম.কে
২৫ মে ২০২৪

আরো পড়ুন

কিং চার্লসের রাজ্যাভিষেকে থাকবেন না আমেরিকার প্রেসিডেন্ট

মুসলিম বিদ্বেষী নারীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ট্রাম্প, নির্বাচনের আগে নতুন বিতর্ক

এক্সিলারেট এনার্জির স্ট্রাটেজিক অ্যাডভাইজর হলেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস