রাশিয়ার যুদ্ধ থামাতে নতুন কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তিনি আহ্বান জানিয়েছেন ভারত ও চীনের পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ওয়াশিংটনে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বৈঠকে এ প্রস্তাব দেন ট্রাম্প।
তিনি বলেন, “আমরা এখনই প্রস্তুত। তবে ইউরোপীয় অংশীদারদেরও একইভাবে এগোতে হবে।”
সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে আলোচনায়ও কাঙ্ক্ষিত ফল পাননি ট্রাম্প। এদিকে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা বেড়ে চলেছে; গত সপ্তাহে চালানো হয়েছে এ যাবৎকালের সবচেয়ে বড় বিমান হামলা।
বিশ্লেষকদের মতে, চীন ও ভারতের সঙ্গে পুতিনের ঘনিষ্ঠতা বাড়ায় ট্রাম্প ক্ষুব্ধ। গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসায় ওয়াশিংটন।
তবে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে আলোচনায় বসেছে। শিগগিরই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলব।”
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
১০সেপ্টেম্বর ২০২৫