ভারতীয় জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক কর্মী প্রকাশ রাজ ফিলিস্তিনের প্রতি চলমান অবিচারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদের যে নির্যাতন সহ্য করতে হচ্ছে তার জন্য শুধু ইসরায়েলই দায়ী নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সমানভাবে দায়ী।
প্রকাশ রাজ স্পষ্ট ভাষায় বলেন, ফিলিস্তিনের ওপর যে দমন-পীড়ন চলছে তা এককভাবে ইসরায়েলের কাজ নয়। এর পেছনে আমেরিকার প্রত্যক্ষ সমর্থন রয়েছে। একইসঙ্গে ভারতের বর্তমান সরকারের নীতিও এই অবিচারকে শক্তিশালী করছে।
তিনি উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের উচিত ছিল নির্যাতিতদের পাশে দাঁড়ানো। কিন্তু মোদি সরকার সেই ভূমিকা পালন না করে উল্টো পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।
কূটনৈতিক মহল মনে করছে, প্রকাশ রাজের এই মন্তব্য দক্ষিণ এশিয়ার জনমানসে নতুন আলোচনার জন্ম দেবে। কারণ একজন খ্যাতিমান অভিনেতা ও সামাজিক কর্মীর মুখ থেকে এ ধরনের অবস্থান আন্তর্জাতিক বিতর্ককে আরও তীব্র করবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৫