4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার কথা ছিল বাইডেনের।

এ ছাড়া জানুয়ারি মাসেই রাজধানী নয়াদিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা চলছিল। বাইডেন যখন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসবেন তখনই এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠনের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করার কথা ছিল। কোয়াডে আছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া।
কিন্তু, এখন বাইডেন সফর বাতিল করায় সেই শীর্ষ সম্মেলনও স্থগিত হয়ে গেছে।

সূত্র জানিয়েছে, ২০২৪ সালের অন্য কোনো সময় এই সম্মেলনের প্রস্তাব রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে বাইডেন আসতে পারছেন না তা স্পষ্ট করা হয়নি। কোয়াড নেতাদের শেষ বৈঠক চলাকালীন ঠিক হয়েছিল, পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজন করবে ভারত।

এম.কে
১৩ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ট্রাম্প জিতলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে: সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ইলন মাস্কের সহায়তার প্রস্তাবে ক্ষুব্ধ ইসরাইল

নিউ ইয়র্কের ব্যালট পেপারে বাংলা ভাষা