TV3 BANGLA
স্পোর্টস

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় স্পষ্ট অবস্থান জানাল ক্রিকেট আয়ারল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের আসরটিতে ভারতে গিয়ে খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটি। তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না।

 

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন যে, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবো।’

ভারত ও শ্রীলঙ্কায় ২০ দলের অংশগ্রহণে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, শেষ হবে ৮ মার্চ। যেখানে আয়ারল্যান্ড আছে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ–আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে, বাংলাদেশ আছে গ্রুপ বিতে। ওই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক।

মূলত, এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব করে। যা নিয়ে কয়েক দফা ভার্চুয়াল মিটিংয়ের পর গতকাল শনিবার ঢাকায় দুই পক্ষ আলোচনায় বসে। আইসিসির প্রতিনিধি দলে ছিলেন গৌরব সাক্সেনা এবং অ্যান্ড্রু এফগ্রেভ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বৈঠকে ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম। ছিলেন সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। আরও ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠক শেষে বিসিবি জানায়, এই বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবাই একমত হয়েছে। তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সূত্রঃ ক্রিকবাজ

এম.কে

আরো পড়ুন

সাকিবের ১৪ বছরের রেকর্ড ভাঙ্গলেন মুশফিকুর রহিম

বোলিং অ্যাকশনে ত্রুটি, সাকিবকে নিষিদ্ধ করল ইসিবি

নিউজ ডেস্ক

বিপিএলে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন