TV3 BANGLA
বাংলাদেশ

ভারতে বাংলাদেশি শনাক্তে তৈরি হচ্ছে এআই টুল

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস জানিয়েছেন, রাজ্যে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্ত করার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল তৈরি করা হচ্ছে।

 

মুম্বাইয়ে বসবাসরত কিছু বাংলাদেশি অভিবাসীর ভুয়া কাগজপত্র ব্যবহারের প্রতিবেদনের প্রসঙ্গে এনডিটিভির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফাড়নবিস বলেন, ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়া বাংলাদেশি অভিবাসীদের মুম্বাই থেকে রেকর্ড সংখ্যায় ফেরত পাঠানো হয়েছে।

তিনি দাবি করেন, তাদের কৌশল বোঝা গেছে। তারা প্রথমে পশ্চিমবঙ্গে আসে, সেখানে জাল নথি তৈরি করে। এরপর সেই কাগজ ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে সরকারি সুযোগ-সুবিধা নেয়।

এআই টুল তৈরির প্রসঙ্গে ফাড়নবিস জানান, আইআইটি মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে তৈরি করা এআই টুলটি বর্তমানে প্রায় ৬০ শতাংশ নির্ভুলভাবে কাজ করছে। আশা করছি, আগামী চার মাসের মধ্যে এর নির্ভুলতা ১০০ শতাংশে পৌঁছাবে।

সূত্রঃ এনডিটিভি

এম.কে

আরো পড়ুন

পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

বাসযোগ্য শহরের তালিকায় ঢাকা তলানিতে

সিলেটে স্মার্ট ক্যাম্পাসের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক