14.1 C
London
August 3, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে বিমানে থাপ্পড়ের শিকার যাত্রী প্যানিক অ্যাটাকের পর এখনো নিখোঁজ

ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ভয়াবহ ঘটনার পর এক যাত্রী নিখোঁজ রয়েছেন। জানা গেছে, তিনি বিমানে ভ্রমণের সময় হঠাৎ প্যানিক অ্যাটাক-এর শিকার হন এবং এসময় অপর এক যাত্রীর সাথে তীব্র বাকবিতণ্ডার জেরে শারীরিক হামলার শিকার হন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের উড্ডয়নের পরপরই ভুক্তভোগী যাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে পাশের সিটে বসা এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় মারেন। ঘটনাটি বিমানের কেবিন ক্রু সামাল দেওয়ার চেষ্টা করলেও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

বিমান অবতরণের পর আক্রান্ত যাত্রীকে চিকিৎসার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের মেডিকেল ইউনিটে নেওয়া হয়। পরে তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, যাত্রীটি মানসিক চাপে ছিলেন এবং ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি। বিমানবন্দর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যাত্রীটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত যাত্রীকে শনাক্ত করা হয়েছে এবং ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

পুলিশ ও বিমান কর্তৃপক্ষ যৌথভাবে নিখোঁজ যাত্রীকে খুঁজে বের করতে তৎপর রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

“সিলিকন সিক্স”-এর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

যেসব দেশের গোল্ডেন ভিসা বিশ্বসেরা

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারত, শীর্ষে আরও যারা