TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভুয়া অভিবাসন পরামর্শদাতাদের বিরুদ্ধে যুক্তরাজ্যে কঠোর ব্যবস্থা

যুক্তরাজ্য সরকার বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম ও ইমিগ্রেশন বিলের আওতায় ভুয়া অভিবাসন পরামর্শদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। নতুন আইনে অবৈধভাবে ইমিগ্রেশন পরামর্শ প্রদানকারীদের সর্বোচ্চ £১৫,০০০ পর্যন্ত জরিমানা করা হবে।

বর্তমানে ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটি (IAA) রেজিস্ট্রেশন ছাড়া পরামর্শ দেওয়া অপরাধ হলেও, নতুন আইনে জরিমানার পাশাপাশি অবৈধ পরামর্শদাতাদের দ্রুত সাসপেন্ড করার ক্ষমতাও ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটিকে দেওয়া হচ্ছে।

সরকার জানিয়েছে, ভুয়া আইনজীবীরা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মানুষকে প্রতারিত করছে। ২০২৪ সালের অক্টোবরে ফেসবুক গ্রুপের মাধ্যমে ভুয়া পরামর্শ দিয়ে হাজার হাজার পাউন্ড আত্মসাৎ করার অভিযোগে সুখবিন্দর সিং কাং-কে দোষী সাব্যস্ত করা হয়।

আইনটি ইমিগ্রেশন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্বল অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বর্ডার সিকিউরিটি মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগল।

নতুন ব্যবস্থার আওতায়, নিষিদ্ধ ব্যক্তিরা আর পরামর্শ দিতে পারবেন না এবং সাবেক অবৈধ পরামর্শদাতাদের বিরুদ্ধেও অভিযোগ আসলে তদন্ত করা সম্ভব হবে।

হোম অফিসের বিশেষ টিম পেড(পেশাগত প্রতারক নির্মূলকারী দল) ইতিমধ্যে লন্ডনভিত্তিক এক ভুয়া আইনজীবীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যিনি শত শত অবৈধ ইমিগ্রেশন আবেদন জমা দিয়েছিলেন।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
২৯ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

লন্ডনে তরুণী নিখোঁজের ঘটনায় পুলিশ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক

নারী সম্মান শেখাতে ব্রিটিশ পুলিশের বিশেষ উদ্যোগ, আশ্রয়প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি

ইংল্যান্ডে চ্যানেল পাড়ি দেওয়া থামেনি, কেয়ার-ম্যাক্রোঁ চুক্তির দিনে বহু নৌকা আটক