8.7 C
London
May 4, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভুল হাতে গাড়ির দরজা খুললে ১ হাজার পাউন্ড জরিমানা

নতুন হাইওয়ে কোড অনুসারে ভুল হাতে দরজা খোলার জন্য ড্রাইভারদের এক হাজার পাউন্ড জরিমানা করা হবে। গাড়ির চালকরা বাম হাতে দরজা খুলবেন এবং পাশের যাত্রী তাদের ডান হাত ব্যবহার করবেন।

 

ইভিনিং স্ট্যান্ডার্ড জানায়, ভুল হাতে দরজা খোলার কারণে দুর্ঘটনার সম্ভাবনা থাকায় হাইওয়ে কোড আপডেট করা হয়েছে।

 

সাইকেল চালকরা যাতে আহত না হয় তা নিশ্চিত করতে ড্রাইভারদের দরজা খোলার আগে দূর থেকে হাতের ইশারা করতে হবে।

 

বেপরোয়া ভাবে দরজা খোলার পরিবর্তে সাইকেল চালকদের সুরক্ষার জন্য ড্রাইভার এবং যাত্রীদের অবশ্যই নতুন নিয়ম মেনে চলতে হবে। প্রচারাভিযান গ্রুপ ‘সাইক্লিং ইউকে’ অনুমান করে ইউকেতে প্রতি বছর ৫০০ জন আরোহী এ কারণে আহত হন।

 

এই পদক্ষেপের পিছনের যুক্তি হলো- দূরবর্তী হাত দিয়ে দরজাটি খোলার কারণে চালকের দেহ দরজার দিকে ঘুরিয়ে দিতে হয় এবং গাড়ি থেকে বের হওয়ার সময় তাদের কাঁধের পেছনে দিকে তাকাতে পারেন। ফলে তারা দেখতে পাবেন যে কোনো সাইকেল চালক বা পথচারী তাদের গাড়ির পাশ দিয়ে যাচ্ছে কিনা। এতে দুর্ঘটনার আশংকা কমে।

 

২৪ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিববুল্লাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

ফিল্মি স্টাইলে সশস্ত্র কেএনএফ সদস্যদের রুমার পর থানচিতে তাণ্ডব

ডেভনের সৈকতে পাথরধস

অনলাইন ডেস্ক