TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভোটারদের সমর্থন ফিরে পেতে কর কমাবেন ঋষি সুনাক

সাম্প্রতিক উপনির্বাচনে পরাজয়ের পর ভোটারদের সমর্থন ফিরে পেতে কর কমানোর কথা ভাবছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার দলের প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে উচ্চ উপার্জনকারীদের আয়কর সীমা বাড়ানো, স্ট্যাম্প ডিউটি কমানো ও উত্তরাধিকার কর বাতিল করা। কর মওকুফের বিষয়টি কনজারভেটিভ পার্টির আগামী নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা।

গুরুত্বপূর্ণ উপনির্বাচনে কনজারভেটিভদের শক্ত দুই ঘাঁটিতে লেবার পার্টি জয়ী হওয়ার পর এ প্রস্তাবগুলো আলোচনায় আসে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি ভোটারদের মত পরিবর্তনে সহায়ক হতে পারে। যদিও এমন উদ্যোগ শুধু একটি নির্দিষ্ট শ্রেণীর ভোটারকে আকৃষ্ট করবে বলে ধারণা অনেকের। তবে এতে যথেষ্ট ব্যয় বাড়বে যুক্তরাজ্য সরকারের। স্ট্যাম্প ডিউটি ও উত্তরাধিকার কর ঐতিহাসিকভাবে যুক্তরাজ্যের ট্রেজারিতে বিলিয়ন পাউন্ড অবদান রেখে আসছে।

এম.কে
২২ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

ইউকেতে আঘাত হেনেছে স্টর্ম সিয়ারান, যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড

লন্ডন হাই কমিশনের অবহেলার শিকার ব্রিটিশ বাংলাদেশিরা

Law with N. Rahman 🕥🇬🇧 Monday, 5 September at 10 PM