TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডুলস খাওয়া নিয়ে সংঘর্ষে হৃদয় নামে এক যুবক নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, দেশি অস্ত্রে জখম হয়ে আট জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন মারা গেছেন।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস উদ্দিন বলেন, ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজন মারা গেছেন। উভয় পক্ষের আটজন ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব।
৮ ডিসেম্বর ২০২২
সূত্র: ইত্তেফাক

আরো পড়ুন

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ আবারও বন্ধ

অনলাইন ডেস্ক

দক্ষ শরণার্থীদের ৫ বছরের ওয়ার্ক ভিসা দিবে যুক্তরাজ্য

চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ

অনলাইন ডেস্ক