TV3 BANGLA
আন্তর্জাতিক

মক্কা-মদিনায় রেড এলার্ট, এ যেন কেয়ামতের আলামত!

সৌদি আরব আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ভারী বৃষ্টিতে দেশটির অধিকাংশ শহর পানির নিচে তলিয়ে গেছে। হাঁটু-সমান পানিতে ডুবে গেছে সড়কগুলো। স্থানীয় গণমাধ্যম সূত্রে আল-জারিয়া ভিত্তিক সংবাদমাধ্যম আল নিউজ ২৪ জানিয়েছে, মঙ্গলবার থেকে বড় শহরগুলোয় সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও মদিনাসহ পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ। রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় আসীর ও জাজান প্রদেশে জারি হয়েছে অরেঞ্জ এলার্ট।

ন্যাশনাল মেটেওরোলজি সেন্টার জানিয়েছে, নিম্নচাপের কারণে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। হাই লেভেল এলার্টের আওতাভুক্ত অঞ্চলগুলোতে জনগণকে উপত্যকা ও নিচু এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন থেকে নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে মক্কা ও মদিনায় রেড এলার্ট জারির ঘটনাকে অনেকে ধর্মীয় প্রতীকী ঘটনার সঙ্গে তুলনা করেছেন। তবে আবহাওয়া বিশ্লেষকরা এটিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখছেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন।

সৌদি আরবের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সূত্রঃ আল-জারিয়া

এম.কে
২৭ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ইসরায়েলি হামলার সময় ইয়েমেন বিমানবন্দরে ডব্লিউএইচও প্রধান

ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

রোবট ইতিমধ্যেই মানবহত্যা করতে শুরু করেছে