8.9 C
London
November 17, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

‘মডার্নার টিকা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর’

মডার্না কোভিড-১৯  টিকা ডেল্টাসহ করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে সক্ষম বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নেতৃত্বাধীন গবেষক দল তাদের গবেষণার তথ্য তুলে ধরে জানান, মডার্নার ভ্যাকসিন কমপক্ষে ছয় মাস বা তার চেয়ে বেশি সময় সুরক্ষা দেয়, এ টিকা ডেল্টা ভ্যারিয়েন্টসহ নতুন ভ্যারিয়েন্টগুলো থেকেও সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কার্যকর।

 

ইমিউনোলজিস্ট নিকোলি দরিয়া-রোজ (Nicole Doria-Rose) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের সহকর্মীরা জার্নাল সায়েন্সে প্রকাশিত প্রতিবেদনে লেখেন, উচ্চ পর্যায়ের অ্যান্টিবডিগুলো বেটা ও ডেল্টাসহ সব পরীক্ষিত ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে।

 

তারা পূর্ণ ডোজ টিকা নেওয়া ২৪ জন স্বেচ্ছাসেবীর রক্ত পরীক্ষা করেন- প্রথম ডোজ নেওয়া চার সপ্তাহ পর থেকে এবং এরপর দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকে ছয় মাস পর্যন্ত তিনবার রক্ত পরীক্ষা করেন।

 

গবেষক দল লেখেন, দ্বিতীয় ডোজ দেওয়ার দুই সপ্তাহ পর প্রত্যেকের রক্তের স্যাম্পল করোনার সব ধরনের ভ্যারিয়েন্ট নিষ্ক্রিয় করেছে।

 

গবেষকরা আলফা, বেটা, গামা, অ্যাপসিলন, আইওটা এবং ডেল্টাসহ উদ্বেগজনক ও সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ানো ভ্যারিয়েন্টগুলোর ওপর পরীক্ষা চালান।

 

তথ্য সূত্র: সিএনএন
১৪ আগস্ট ২০২১

আরো পড়ুন

উইন্ডরুশ কেলেঙ্কারী নিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর আক্ষেপ

ব্রিটেনের রাজা হিসেবে চার্লসের নাম আনুষ্ঠানিক ঘোষণা

এখনও রাশিয়ায় পরিচালিত কোম্পানির লভ্যাংশ পান রিশি সুনাকের স্ত্রী

অনলাইন ডেস্ক