বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান নতুনভাবে যাত্রা শুরু করেছেন নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড–এর সঙ্গে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে দুইটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাঁর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।
‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘হাওয়া’র মতো নান্দনিক ও ব্যবসাসফল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। প্রতিষ্ঠানটির প্রতিটি চলচ্চিত্র রাষ্ট্রীয় পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এই সংস্থার সঙ্গে চুক্তিকে শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য “একটি নতুন দিগন্তের সূচনা” বলে অভিহিত করেছেন।
চুক্তি স্বাক্ষরের পর শাকিব খান বলেন, “দেশের বাইরে দেখি, শীর্ষ উদ্যোক্তারা চলচ্চিত্রে বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছেন। আমাদের দেশের সংস্কৃতিপ্রেমী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান সেই ধারারই অংশ। তার প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, তার মতো অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবেন।”
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, “শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ অভিনেতাদের একজন। ২৬ বছরের বেশি সময় ধরে তিনি পুরোপুরি চলচ্চিত্রেই নিজেকে উৎসর্গ করেছেন। তার সঙ্গে আমাদের এই সহযোগিতা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে।”
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড-এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।
প্রতিষ্ঠানটির প্রথম প্রজেক্ট হিসেবে শাকিব খান ইতিমধ্যেই শুরু করেছেন ‘সোলজার’ নামের চলচ্চিত্রের শুটিং। দেশপ্রেমভিত্তিক এই চলচ্চিত্র পরিচালনা করছেন সাকিব ফাহাদ। আধুনিক নির্মাণশৈলী, অভিনব কাহিনি ও বৃহৎ আয়োজনে দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্যেই তৈরি হচ্ছে ছবিটি।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে শাকিব খানের দ্বিতীয় চলচ্চিত্রের নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এম.কে
০৭ অক্টোবর ২০২৫