10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

মহানবীর (সা.) রওজা জিয়ারতে লাগবে আগাম অনুমতি

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। সৌদি সরকারের এ সিদ্ধান্ত হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক্স পোস্টে জানানো হয়।

পোস্টে বলা হয়, অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। আর বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না। পাশাপাশি পরিদর্শনের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিয়ে সৌদি ব্যবস্থা মেনে মক্কায় ওমরাহসহ পবিত্র স্থানগুলো ঘুরে আসা সহজ হবে।

ওমরাহ শেষে অনেকে মদিনায় গিয়ে নবী (সা.)-এর রওজা জিয়ারত করেন। সৌদি সরকারের হিসাব অনুযায়ী, এ বছর এক কোটির বেশি মুসলিম রওজা জিয়ারত করেছেন, যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। রওজা জিয়ারতকারীদের মধ্যে ৫৮ লাখ পুরুষ এবং ৪৭ লাখ নারী।

গত বছর দর্শনার্থীদের চাপে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্যের নকশা অক্ষত রাখতে রওজা শরিফের চারপাশে সুরক্ষা প্রাচীর নির্মাণ করে সৌদি সরকার।

এম.কে
১৫ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশ থেকে ২৬ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক

সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ বললেন রোনালদোর বোন

শিশুদের নিয়ে ওমরাহ পালনে যেসব নির্দেশনা দিলো সৌদি