7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মহামারিতে ব্রিটিশদের জন্য নতুন কাজের সুযোগ

মহামারি এবং ব্রেক্সিট পরবর্তী সময়ে কাজের অনিশ্চয়তায় ভুগছেন ব্রিটিশ জনগণ। তাই মানুষকে কাজে ফিরিয়ে আনতে এবং কর্মসংস্থান তৈরিতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার।

 

এ উদ্যোগ বাস্তবায়নে নতুন দক্ষতা বিকাশ, ক্যারিয়ার পরিবর্তন, উপযুক্ত লোকেশনে চাকরি, প্রশিক্ষণের ব্যবস্থা এবং নিজেদের উপর আস্থা বৃদ্ধিসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

 

স্কটল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডে সরকার-সমর্থিত বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি হচ্ছে কিকস্টার্ট স্কিম, যা ইউনিভার্সাল ক্রেডিটে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের চাকরির ক্ষেত্র তৈরিতে কাজ করছে। এছাড়াও দীর্ঘমেয়াদী বেকারত্বের ঝুঁকি নিরসনে নিয়োগকারীদের জন্য অর্থ সরবরাহ করবে এটি।

 

দক্ষ কর্মী তৈরিতেও সাহায্য করবে সরকারের এই প্রকল্প। এছাড়া বেকারত্ব বেনিফিট প্রাপ্তদের বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য আবেদন প্রস্তুতে সাহায্য করবে এটি। আত্মবিশ্বাস তৈরি, কাজের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ অর্জনের জন্য এটি একটি সুযোগ। এখন অবধি যুক্তরাজ্য জুড়ে ৪০ হাজারেরও বেশি লোককে সাহায্য করেছে এই প্রকল্পটি।

 

ব্রিটেনে চাকরি প্রত্যাশীদের জন্য বিভিন্ন কর্মসূচি, জব ওপেনিং এবং তথ্য সহায়তা পেতে এই লিংকে ক্লিক করুন 

 

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২১
এসএফ

আরো পড়ুন

ইংল্যান্ড সমর্থকদের হেনস্থার শিকার ড্যানিশরা

অনলাইন ডেস্ক

“আমাকে নিষিদ্ধ করে সামাজিক মাধ্যমগুলো সর্বনাশা ভুল করেছে”

সোল অথবা জয়েন্ট মর্গেজ অ্যাপ্লিকেশন