TV3 BANGLA
আন্তর্জাতিক

মাত্র ২৫ ডলারে অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

বিশ্বের প্রথম জলবায়ু ভিসা চালু করেছে অস্ট্রেলিয়া। এ ভিসার মাধ্যমে টুভালুর নাগরিকরা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন। ইতিমধ্যে ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছে বিবিসি।

প্রথম দফায় টুভালুর এক-তৃতীয়াংশেরও বেশি নাগরিক এই ভিসার জন্য আবেদন করেছেন। যদিও আপাতত শুধুমাত্র টুভালুর বাসিন্দারাই আবেদন করতে পারবেন, তবে সফল আবেদনকারীরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে অভিবাসনের সুযোগ পাবেন।

আবেদনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে ১৬ জুন, এবং আবেদন নেওয়া চলবে ১৮ জুলাই ২০২৫ পর্যন্ত। র‌্যান্ডম পদ্ধতিতে প্রতি বছর ২৮০ জন টুভালু নাগরিককে এই বিশেষ ভিসা দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৫ মিটার উচ্চতায় অবস্থিত টুভালু দ্বীপপুঞ্জকে বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছে তারা।

২৭ জুন পর্যন্ত জমা পড়েছে ১,১২৪টি আবেদন, যার মধ্যে আবেদনকারীদের পরিবারের সদস্যসহ মোট সংখ্যা দাঁড়ায় প্রায় ৪,০৫২ জনে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, টুভালুর জনসংখ্যা ১০,৬৪৩ জন।

এই ‘প্যাসিফিক এনগেজমেন্ট ভিসা’ধারীরা অস্ট্রেলিয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। এছাড়া থাকবেঃ

*দেশের ভেতরে ও বাইরে অবাধে যাতায়াতের সুযোগ

*মেডিকেয়ার স্বাস্থ্যসেবা ব্যবহারের অধিকার

*শিশু যত্ন ভর্তুকি

*অস্ট্রেলিয়ান নাগরিকদের মতো শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা

*আবেদন ফি মাত্র ২৫ অস্ট্রেলীয় ডলার

এই ভিসা ২০২৪ সালের আগস্টে ঘোষিত অস্ট্রেলিয়া-টুভালু ‘ফ্যালেপিলি ইউনিয়ন’ চুক্তির আওতায় চালু হয়েছে। চুক্তিতে প্রাকৃতিক দুর্যোগ, জনস্বাস্থ্য জরুরি অবস্থা এবং সামরিক হুমকি মোকাবিলায় টুভালুকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া।

টুভালুর প্রধানমন্ত্রী ফেলেতি তেও এক বিবৃতিতে বলেন,“অস্ট্রেলিয়া প্রথম দেশ যারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যেও টুভালুর রাষ্ট্রত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

সূত্রঃ বিবিসি

এম.কে
২৮ জুন ২০২৫

আরো পড়ুন

গ্রিসের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবি

মানুষের রক্ত মশার জন্য প্রাণঘাতীঃ যুক্তরাষ্ট্রে তৈরি হলো নতুন পরীক্ষামূলক পিল

নিউজ ডেস্ক

টিকে থাকতে সোনা-রুপায় বিনিয়োগ করুন: কিওসাকি

নিউজ ডেস্ক