10.3 C
London
February 23, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

মানব পাচারের অভিযোগে ইতালিতে দুই বাংলাদেশি আটক

নিজ দেশের নাগরিকদের লিবিয়ায় বলপূর্বক আটকে রেখে অর্থআদায়ের চেষ্টা করেছেন, এমন অভিযোগে ইতালিতে গ্রেফতার হয়েছেন দুই বাংলাদেশি যুবক।

ইতালির বার্তা সংস্থা আনসা এই খবর প্রকাশ করেছে৷ গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, আটক দুই যুবকের বয়স ৩২ ও ২৪৷ তাদের বিরুদ্ধে অপহরণ ও অত্যাচার ছাড়াও মানবপাচারের অভিযোগ আনা হয়েছে৷

 

জানা যায়, দুই অভিযুক্তের একজনকে ইতালির সিসিলির আগ্রিগেন্তো থেকে এবং আরেকজনকে উত্তরপূর্ব শহর গোরিৎসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে৷

 

সূত্র জানায়, এই দুই যুবক ইতালির অভিবাসনের হটস্পট লাম্পাডুসায় গত সেপ্টেম্বরে আসেন৷ তারা নৌপথে সিসিলিতে পৌঁছান৷ তবে তাদের হাতে বন্দিদের পাঠান অন্য নৌকায়৷ লিবিয়ার জুয়ারাহতে তাদের ডিটেনশন ক্যাম্প ছিল৷

 

বাংলাদেশ থেকে ইতালিতে আসতে এদের কাছ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা নেয়া হয়৷ আগ্রিগেন্তো শহরের ডেপুটি পুলিশ প্রধান জিওভান্নি মিনারভি নেতৃত্বাধীন ফ্লাইং স্কোয়াড অনেক বাংলাদেশি অভিবাসীকে জেরা করে এই দুই যুবকের হদিস পায়৷

 

তদন্তে জানা যায়, যারা লিবিয়াতে আসার আগেই পুরো অর্থ পরিশোধ করেছেন, তাদের সঙ্গে ভালো আচরণ করা হয়৷ তারা খুব অল্প সময়েই লিবিয়াতে আসতে পারেন৷ কিন্তু বাকিদের ওপর অর্থ পরিশোধের জন্য নির্যাতন চালানো হয়৷

 

আরও জানা যায়, লিবিয়ার ক্যাম্পগুলো চালানোর দায়িত্ব লিবিয়ান ও মিশরীয়দের পাশাপাশি বাংলাদেশি নাগরিকরাও পাচ্ছেন৷ গত কয়েক মাসে এমন পরিবর্তন আসছে৷ এর কারণ অনিয়মিত পথে লাম্পাডুসায় আসা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে৷ আর গাদাগাদি করে একেকটি ক্যাম্পে থাকা কমপক্ষে আড়াই হাজার অভিবাসীকে কাছ থেকে পর্যবেক্ষণে রাখার জন্য একই দেশের মানুষ থাকলে বেশি সুবিধা৷

 

১৬ অক্টোবর ২০২২
সূত্র: ইনফো মাইগ্রেন্ট

আরো পড়ুন

হংকংয়ের জন্য বিশেষ ভিসা চালু করলো যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

ব্রিটিশ ট্যাবলয়েডের বিরুদ্ধে জয় পেলেন মেগান

বাংলাদেশে সহিংসতা বন্ধ করতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ড. ইউনূস

নিউজ ডেস্ক