TV3 BANGLA
আন্তর্জাতিক

মার্কিনীদের টার্গেট করছে ভেনেজুয়েলার মিলিশিয়াঃ ভেনেজুয়েলা ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ

ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, দেশটিতে মার্কিন নাগরিকদের লক্ষ্য করে সক্রিয় অপহরণ হুমকি তৈরি হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল।

 

স্টেট ডিপার্টমেন্টের সতর্কবার্তায় বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ায় ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়তে হবে। যাত্রাকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে, আশপাশের পরিস্থিতির ওপর নজর রাখতে এবং বিমান সংস্থাগুলোর নিয়মিত আপডেট পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়েছে, ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বিভিন্ন সড়কে ব্যারিকেড বসিয়ে যানবাহন তল্লাশি করছে। এসব তল্লাশিতে মার্কিন নাগরিকত্বের প্রমাণ বা যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের আলামত খোঁজা হচ্ছে বলে রিপোর্ট পাওয়া গেছে। সড়কপথে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা তালিকা—লেভেল ৪: ‘ডু নট ট্রাভেল’-এর আওতায় রেখেছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকি হিসেবে বেআইনি আটক, আটক অবস্থায় নির্যাতন, সন্ত্রাসবাদ, অপহরণ, স্থানীয় আইনের ইচ্ছামতো প্রয়োগ, সহিংস অপরাধ, সামাজিক অস্থিরতা এবং দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে।

এই সতর্কতা আসে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় তেল খাতের নির্বাহীদের ‘পূর্ণ নিরাপত্তা’ দেওয়ার আশ্বাস দেন। এর কয়েক দিন আগেই মার্কিন বিশেষ বাহিনীর এক আকস্মিক অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ত্রীসহ তার বিরুদ্ধে মাদক-সন্ত্রাস সংক্রান্ত অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা জানিয়েছে, দুই দেশ পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। ট্রাম্প প্রশাসনের একটি প্রতিনিধিদলের ভেনেজুয়েলা সফরকে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের বরফ গলার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি ছোট কূটনৈতিক দল ও নিরাপত্তা সদস্যরা ভেনেজুয়েলা সফর করে কারাকাসে মার্কিন দূতাবাস পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে প্রাথমিক মূল্যায়ন করেছে।

অন্যদিকে ভেনেজুয়েলা সরকারও যুক্তরাষ্ট্রে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে, যদিও সফরের সময়সূচি নির্ধারণ করা হয়নি। বিশ্লেষকদের মতে, যেকোনো ভেনেজুয়েলান প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফরের ক্ষেত্রে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে মার্কিন ট্রেজারি বিভাগের অনুমোদন প্রয়োজন হবে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

এক কেজি আলুর দাম পঞ্চাশ হাজার টাকা

স্যোশাল মিডিয়া মানসিক রোগ সৃষ্টিতে ভুমিকা রাখছেঃ গবেষণা

লাদাখে চীনের সাথে উত্তেজনা, সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ