মালদ্বীপে মার্বেল শিট আনলোডের সময় কন্টেইনারের ভেতর আটকে গিয়ে জয়নাল আবেদিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক বাংলাদেশি দেশটির স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মালদ্বীপের বৃহত্তর রাজধানী অঞ্চল হুলোহুলো মালে ফেজ-২ এ এমন দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে হতাহতদের সহযোগীরা জানান, কন্টেনারের ভেতরে মার্বেল পাথরের শীট আনলোড করার সময় সেখানে কর্মরত দুই প্রবাসী বাংলাদেশি কর্মী হঠাৎ করে অন্য পাশের মার্বেল পাথরের টাইলসের নিচে পড়ে যান।
পরে তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাৎক্ষণিকভাবে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত জয়নাল ঢাকা গাজীপুরের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় আহত মো. খোকন মল্লিকের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায়। আহত খোকনের বাবার নাম মোহাম্মদ নাজিম।
এদিকে, কন্টেইনারের এই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করছেন পুলিশ ও অন্যান্যরা। তবে সংকীর্ণ জায়গা হওয়ায় উদ্ধার অভিযানে বেশ সময় লেগেছে।
১৩ জুন ২০২২
সূত্র: জাগো নিউজ