TV3 BANGLA
আন্তর্জাতিক

মালদ্বীপের পার্লামেন্টে সাংসদদের মধ্যে কুস্তি ও মারামারি!

পার্লামেন্টের ভেতরেই নাকি মারামারিতে জড়িয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধীরা। এমন ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইন যোগাযোগ মাধ্যমে।

রবিবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাঁধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম।

ওই সময় আব্দুল্লাহর চুল ধরে টানাটানি করে তাকে লাথিও মারেন ইসা। এছাড়াও স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আব্দুল্লাহ শাহীমকে।

মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। সরকারি দলের এমপিরা বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাঁধা দেন।

এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি লেগে যায়। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই এমপি। তারা একে অন্যকে কিল ঘুষিও মেরেছেন।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
২৯ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ঘোড়ায় চেপে স্পেন থেকে পবিত্র হজ পালনে মক্কার পথে ৩ বন্ধু

হামাসকে ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটামঃ রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে চুক্তি না হলে ভয়াবহ পরিণতি

বিদেশি সহায়তা ও পাবলিক সম্প্রচারে ৯ বিলিয়ন ডলার কাটছাঁট অনুমোদন দিল মার্কিন সিনেট