27.2 C
London
May 1, 2025
TV3 BANGLA
স্পোর্টস

মিরাজের একক নৈপুণ্যে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়, সিরিজ ড্র

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইনিংস ও ১০৬ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের নায়ক ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি একাই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। তার শতক ও পাঁচ উইকেটের অনন্য কীর্তিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

প্রথমে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ২২৭ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশের পক্ষে বল হাতে শুরুতেই চাপ তৈরি করেন পেসাররা, এরপর স্পিনে চালকের আসনে বসেন মিরাজ।

বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট হাতে শোভাবর্ধন করেন মিরাজ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকটি তুলে নেন তিনি। ১০৪ রানের ইনিংসটি আসে চরম দায়িত্বশীলতার সঙ্গে, যেখানে ছিল ৯টি চারের মার। তার সঙ্গে লিটন দাস ও মুশফিকুর রহিমের দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৪৪৪ রান।

৪৪৪ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তবে মিরাজ যেন একাই ধ্বংসযজ্ঞ চালান প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপে। মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে ১১১ রানেই গুঁড়িয়ে দেন তিনি।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন স্বভাবতই মেহেদী হাসান মিরাজ। শতক ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করে ক্রিকেটবিশ্বে আবারও নিজের দক্ষতার ছাপ রাখলেন তিনি।

এই জয়ে হোয়াইটওয়াশের শঙ্কা থেকে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। সিরিজ ড্র করে আত্মবিশ্বাস নিয়ে আগামী সিরিজের দিকে এগোচ্ছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪৪
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১১১
ফলাফল: বাংলাদেশ জয়ী ইনিংস ও ১০৬ রানে
সিরিজ ফলাফল: ১-১ সমতা

এম.কে
০১ মে ২০২৫

আরো পড়ুন

ইংল্যান্ড বনাম ইতালি: টিভি চ্যানেল বা ফ্রি লাইভ স্ট্রিম, কোথায় কিভাবে দেখবেন

অনলাইন ডেস্ক

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

নিউজ ডেস্ক

অক্টোবরে যুক্তরাষ্ট্রের ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন সাকিব-তামিম