20.4 C
London
August 6, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মুখে টিউমারের কারণে লন্ডনের ক্যাফেতে সেবা থেকে বঞ্চিত অমিত ঘোষ

নিউরোফাইব্রোমাটোসিস টাইপ-১ রোগে আক্রান্ত অমিত ঘোষ অভিযোগ করেছেন, উত্তর লন্ডনের উড গ্রিন এলাকায় একটি ক্যাফেতে তাকে সেবা দিতে অস্বীকার করা হয়েছে, শুধুমাত্র তার চেহারায় টিউমার থাকার কারণে।
৩৫ বছর বয়সী অমিত জানান, গত মাসে তিনি তার বোনের সঙ্গে উড গ্রিনে একটি ক্যাফেতে প্রবেশ করলে উপস্থিত লোকজন তার দিকে ভয়ভীতির দৃষ্টিতে তাকাতে থাকে। অর্ডার দেওয়ার সময় ক্যাফে কর্মীরা জানান, তারা আর কাউকে সেবা দিচ্ছেন না।

অমিত বলেন, “আমি জন্ম থেকেই নিউরোফাইব্রোমাটোসিসে আক্রান্ত। এটি খুব দৃশ্যমান। আমি জানি মানুষ তাকায়, কিন্তু সেবা না দেওয়া একধরনের বৈষম্য।”

তিনি বলেন, এ ধরনের আচরণ সমাজে দৃশ্যমান পার্থক্য থাকা ব্যক্তিদের প্রতি বিদ্বেষকে তুলে ধরে। এই ঘটনার মাধ্যমে তিনি চান, এমন পরিস্থিতির শিকার মানুষ যেন সাহস পান এবং সমাজ যেন সচেতন হয়।

বার্মিংহাম নিবাসী অমিত ঘোষ ১১ বছর বয়সে একটি চোখ হারান এবং পরে কৃত্রিম চোখ ব্যবহার শুরু করেন। বর্তমানে তিনি স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সচেতনতা মূলক বক্তব্য দেন এবং ‘Born Different’ নামে একটি শিশুতোষ বই লিখেছেন।

তিনি বলেন, “আমি চাই মানুষ বুঝুক, আমাদের মতো মানুষের অভিজ্ঞতা কতটা কঠিন। সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার।”

এনএইচএস-এর তথ্য অনুযায়ী, নিউরোফাইব্রোমাটোসিস টাইপ-১ একটি জন্মগত জেনেটিক অবস্থা, যা শরীরে স্নায়ুর আশেপাশে অক্ষতিকর টিউমার তৈরি করে। প্রায় প্রতি ৩,০০০ জনে একজন এই অবস্থায় আক্রান্ত হন।

অমিত ক্যাফের নাম প্রকাশ করেননি, কারণ তিনি চান না প্রতিষ্ঠানটি নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হোক। তার ভাষ্য, “ঘটনাটি তুলে ধরাই যথেষ্ট, যাতে অন্যরা সচেতন হয়।”

সূত্রঃ মেট্রো

এম.কে
২০ মে ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি: বেড়েছে পুরোনো গাড়ি ও খাদ্যদ্রব্যের দাম

অনলাইন ডেস্ক

প্রিন্স হ্যারি’র মার্কিন ভিসা ড্রাগ ব্যবহারের কারণে ‘প্রত্যাহার’ করা হতে পারে

পূর্ব লন্ডনের শপিং সেন্টারের কাছে তিনজন ছুরিকাহত

নিউজ ডেস্ক