7.2 C
London
November 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

মুসলিম শিশুকে হত্যার হুমকি, মার্কিন স্কুল শিক্ষক গ্রেফতার

ইসরাইলি পতাকা দেখে বিক্ষুব্ধ মুসলিম শিশুকে ‘মাথা কেটে ফেলার হুমকি’ দেয়ার অভিযোগে মার্কিন স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শেরিফের ডেপুটির লেখা অভিযোগ অনুসারে, বেঞ্জামিন রিস নামে ৫১ বছর বয়সী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে চিৎকার করতে শোনা গেছে। তিনি ৭ ডিসেম্বর তিন ছাত্রীকে বলেছেন, তোমাদের মাথা কেটে ফেলা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের নজরদারি ভিডিওতে রিসকে জর্জিয়ার ওয়ার্নার রবিন্স মিডেল স্কুলের হলওয়েতে তিন শিক্ষার্থীর পিছু নিতে দেখা যায়।

শিক্ষার্থীদের মধ্যে একজন শেরিফের ডেপুটিকে জানায়, ক্লাসরুমে একটি ইসরাইলি পতাকা ঝুলার প্রতিবাদ করেছিল সে কারণ গাজায় ইসরাইলের পদক্ষেপের কারণে এটিকে আপত্তিকর বলে মনে করা স্বাভাবিক। পরে সেই শিক্ষার্থী ক্লাসরুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেন রিস। রিসকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, ২০ জনেরও বেশি প্রত্যক্ষদর্শীর অভিযোগ অনুসারে তৃতীয় ডিগ্রিতে সন্ত্রাসবাদী হুমকি এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছিল। যদিও মার্কিন স্কুল শিক্ষক এখন জামিনে মুক্ত আছেন।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
১৬ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক ইয়ন ফসে

হিজাব পরার পরও যে কারণে গ্রেপ্তার হচ্ছেন আফগান নারীরা

অস্ত্রের অভাবে বেলচা দিয়ে লড়ছে রুশ বাহিনী