10.5 C
London
November 14, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

মেজর জেনারেল (অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিন সিডিজিজি’র চেয়ারম্যান হিসাবে মনোনীত

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ও পলিসি ফোরাম সেন্টার ফর ডেমক্রেসি এন্ড গুড গভর্নেন্স (সিডিজিজি) এর এক ভার্চুয়াল নির্বাহী সভা সংগঠনের প্রধান নির্বাহী ও কো-ফাউন্ডার সোয়ালেহীন করিম চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক ও কো-ফাউন্ডার মো:আবদুল কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক আইজি প্রিজন মেজর জেনারেল (অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আবু মোহাম্মদ নিপার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ হাছান উদ্দীন, আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞ ড. মোঃ রাকিবুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মাসুম বিল্লাহ, বিশিষ্ট মানবাধিকার কর্মী লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, ইমামুল হাসান দৌলত, কামরুল হাসান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হুসেন, একাডেমিক ও রিসার্চার মোঃ ইকবাল হোসাইন, ফয়সাল আহমেদ রেজা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাইভেট ইউনিভার্সিটির অন্যতম সমন্বয়ক ওয়াসিফ তাজওয়ার নাদভী।

সভায় বিগত দিনের কার্যক্রমের পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র সুসংহত করার জন্য সিডিজিজি পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়। আলোচকগণ জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দেয়ার জন্য তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করেন এবং বর্তমান সরকারকে পুরাতনদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরুণদের সমন্বয়ে একটি স্বপ্নিল বাংলাদেশ বিনির্মানের আহ্বান জানান।

সভায় উপস্থিতি সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে সাবেক আইজি প্রিজন মেজর জেনারেল (অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিনকে চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আবু মোহাম্মদ নিপারকে চিফ পেট্রন ও মানবাধিকার কর্মী ইমাম হুসেন দৌলতকে বাংলাদেশ চাপ্টারের সমন্বয়ক হিসাবে মনোনীত করা হয়।

এম.কে
১৩ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

ভুল করে’ জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছেঃ পররাষ্ট্রমন্ত্রী

সায়েন্স ল্যাবে বিস্ফোরণ, নিহত ৩

আজ ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের প্রধান