15.6 C
London
October 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মোটরওয়েতে খাবার পৌঁছাতে গিয়ে ধরা খেলেন সাইকেল আরোহী, পুলিশ থামাল এম–ফোরে

এম–ফোর মোটরওয়েতে খাবার পৌঁছে দিতে গিয়ে এক সাইকেল আরোহীকে থামিয়েছে ব্রিটিশ পুলিশ। তার পিঠে ছিল পরিচিত কমলা রঙের ‘Just Eat’ ডেলিভারি ব্যাগ। মোটরওয়ের মতো ব্যস্ত সড়কে এভাবে প্রবেশ করা আইনবিরুদ্ধ হওয়ায় ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ভিডিও করেন এক পথচারী, যিনি সেতুর উপর থেকে পুরো দৃশ্যটি ধারণ করেন। ভিডিওতে দেখা যায়— দ্রুতগামী গাড়ির সারির মধ্যে এক সাইকেল আরোহীকে পুলিশি গাড়ি থামাচ্ছে এবং কর্মকর্তারা তাকে রাস্তার পাশে সরিয়ে দিচ্ছেন।

যদিও এখনো স্পষ্ট নয়, এম–ফোর মোটরওয়ের ঠিক কোন অংশে ঘটনাটি ঘটেছে, তবে ফুটেজে দেখা দৃশ্য থেকে ধারণা করা হচ্ছে এটি লন্ডন ও রিডিং-এর মধ্যবর্তী অংশে হতে পারে।

লন্ডন থেকে সোয়ানসি পর্যন্ত বিস্তৃত এম–ফোর মোটরওয়ে ব্রিটেনের অন্যতম ব্যস্ত সড়ক। সাইকেল বা ধীরগতির কোনো যানবাহনের চলাচল এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। তাই একজন ডেলিভারি রাইডারের সেখানে প্রবেশ করা শুধু বিপজ্জনকই নয়, আইনত দণ্ডনীয় অপরাধও হতে পারে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। কর্মকর্তারা রাইডারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ডেলিভারি কোম্পানির সঙ্গেও যোগাযোগ করছে—কেন তাদের কর্মী এমন বিপজ্জনক পথে প্রবেশ করেছিলেন তা জানার জন্য।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে মন্তব্য করেছেন, ক্রমবর্ধমান ডেলিভারি চাপ ও সময়সীমার চাপে রাইডাররা ঝুঁকি নিচ্ছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, মোটরওয়েতে সাইকেল নিয়ে যাওয়া শুধু নিজের নয়, অন্যদের জীবনও বিপন্ন করে।

‘Just Eat’ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে নিরাপত্তা নীতিমালা অনুসারে প্রতিষ্ঠানটি মোটরওয়ে বা দ্রুতগামী রাস্তায় সাইকেল ব্যবহারের অনুমতি দেয় না।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৬ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনঃ এক্সিট পোল লেবার পার্টির ভূমিধস বিজয়ের ইঙ্গিত দিচ্ছে

প্রতারণা মামলা থেকে রেহাই পেলেন এমপি আপসানা

টু-চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিলে বাধা ডাউনিং স্ট্রিটের ইউটার্ন, জানালেন শিক্ষামন্ত্রী ফিলিপসন