18.1 C
London
August 8, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

চা বিক্রেতা ছিলেন না মোদি!

 

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী একসময় চা বিক্রি করতেন এমন খবর অনেক প্রচার হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমেও দেখা গিয়েছে শৈশবের সংগ্রামের গল্প হিসেবে মোদির চা বিক্রির কথা।

 

তবে বিষয়টি সত্য নয়। আরটিআইয়ের অনুসন্ধানে জানা গেছে, প্রধানমন্ত্রী মোদির শৈশবে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে চা বিক্রির দাবির আদতে কোনো ভিত্তি নেই!

 

কংগ্রেসের সমর্থক এবং সমাজকর্মী তেহসীন পুনাওয়ালা রেলওয়ে বোর্ডের কাছে তথ্য অধিকার আইনের (আরটিআই) অধীনে মোদির ট্রেনে চা বিক্রির বিষয়ে জিজ্ঞাসা উত্থাপন করেন।

 

মোদিকে সত্যিই ট্রেনে করে চা বিক্রয়ের কোনো অনুমতি দেওয়া হয়েছিল কিনা বা দোকান থেকে থাকলে স্টেশনে তার জন্য কোনো নথি, প্রাতিষ্ঠানিক রেকর্ড, লাইসেন্স কিংবা নিবন্ধন নম্বর আছে কিনা তা খতিয়ে দেখতে চেয়েছিলেন তিনি। সেখানেই উঠে আসে প্রধানমন্ত্রীর চা বিক্রয়ের কাহিনির সত্যতা।

 

রেলওয়ে মন্ত্রণালয়ের কাছ থেকে উদ্ধৃত আরটিআইয়ের প্রতিক্রিয়া প্রকাশ করে তেহসীন বলেন, ‘রেলওয়ে বোর্ডের অধীনে তার চা বিক্রয়ের কোনো রকম তথ্য নেই।’

 

সূত্র: হিন্দুস্তান টাইমস
৩ জানুয়ারি ২০২১

আরো পড়ুন

‘অস্ত্রের দ্রুত বিস্তারের মাধ্যমে বিশ্ব বিপজ্জনক যুগে প্রবেশ করছে’

বয়স্কদের মধ্যে করোনা সংক্রমণ আগের থেকেও বেশি

Legal advice by M Salim | 1 March 2022