TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য জুড়ে অভিবাসন বিতর্ক আসলে ‘সৃষ্ট আতঙ্ক’, বলছে দাতব্য সংস্থা ও মানবাধিকারকর্মীরা

ব্রিটেনে অভিবাসন নিয়ে যে উদ্বেগ সৃষ্টি করা হচ্ছে, তা আসলে “সৃষ্ট আতঙ্ক”—এমন দাবি করেছে দাতব্য ও মানবাধিকার সংস্থাগুলো। নতুন এক জরিপে দেখা গেছে, নাগরিকদের মধ্যে স্থানীয় পর্যায়ে এই ইস্যুর গুরুত্ব অনেক কম, অথচ গণমাধ্যম ও রাজনীতি সেটিকে জাতীয় সংকট হিসেবে তুলে ধরছে।

ইউগভ (YouGov) পরিচালিত জরিপে মাত্র ২৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের প্রশ্ন তাদের কমিউনিটির প্রধান তিনটি সমস্যার একটি। কিন্তু দেশের জাতীয় ইস্যুর তালিকায় এর গুরুত্ব বেড়ে দাঁড়িয়েছে ৫২ শতাংশে—অর্থাৎ স্থানীয় তুলনায় দ্বিগুণ।

এই পরিসংখ্যান প্রকাশ করেছে বেস্ট ফর ব্রিটেন (Best for Britain) নামের একটি প্রচারাভিযান সংস্থা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে অভিবাসনকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যু মনে করা হলেও স্থানীয়ভাবে এটি সপ্তম স্থানে নেমে গেছে। অর্থাৎ বাস্তব জীবনে মানুষ এটিকে তেমন বড় সমস্যা মনে করে না।

সংস্থাটির প্রধান টম ব্রুফাত্তো বলেন, “তথ্য স্পষ্টভাবে দেখায় যে, গণমাধ্যম ও রাজনৈতিক বক্তৃতা অভিবাসনবিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। এর ফলে সরকার একযোগে ডান ও বাম উভয় দিক থেকেই সমর্থন হারাচ্ছে।”

তিনি আরও বলেন, “যদি সরকার জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলায় বাস্তব পদক্ষেপ নেয়—যেমন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক পুনর্গঠন করে ব্রেক্সিটের ক্ষতি পূরণ করে—তবে তা রাজনৈতিক বর্ণালীর উভয় দিক থেকেই সমর্থন পেতে পারে।”

এদিকে জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্র্যান্টস (Joint Council for the Welfare of Immigrants)-এর সাঈমা সৈয়দা বলেন, “এই জরিপ প্রমাণ করে কোনো অভিবাসন সংকট নেই। এটি এক ধরনের ‘সৃষ্ট আতঙ্ক’, যা কিছু রাজনীতিবিদ ও গণমাধ্যমের অংশবিশেষ ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিচ্ছে, যাতে মানুষ প্রকৃত সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে নেয়।”

তিনি বলেন, “মানুষের মূল উদ্বেগ হলো জীবিকা নির্বাহ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপদ বাসস্থান—অভিবাসন নয়। এখন সময় এসেছে দোষারোপ বন্ধ করে বাস্তবসম্মত সমাধান খোঁজার।”

বিশ্লেষকরা বলছেন, এই জরিপের ফলাফল প্রমাণ করে গণমাধ্যমে বারবার আলোচিত ইস্যুগুলো নাগরিকদের জাতীয় ভাবনায় প্রভাব ফেলছে, কিন্তু স্থানীয় জীবনের বাস্তব অভিজ্ঞতায় সেগুলোর প্রতিফলন নেই। অর্থাৎ, অভিবাসন নিয়ে আতঙ্ক মূলত রাজনৈতিক ও মিডিয়া-নির্মিত, বাস্তবতার প্রতিফলন নয়।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপে রাখবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

ড. ইউনূস-গর্ডন ব্রাউনের ফোনালাপঃ গুরুত্ব পেলো যেসব বিষয়

বিশ্ব নেতৃত্বের সিংহভাগ বেরিয়ে আসেন যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় হতেঃ গবেষণা