TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য নিয়ে রাশিয়ার বিষোদগার

রাশিয়া বলেছে, যুক্তরাজ্য ইউক্রেনকে ‘পোড়ামাটির বিরানভূমি’ বানাতে চায়। এ কারণেই সম্প্রতি তারা কিয়েভকে ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ সরবরাহ করার ঘোষণা দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার এক টেলিগ্রাম বার্তায় এ কথা বলেছেন।
মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাজ্য আলোচনায় বিশ্বাসী না। ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র দিয়ে তারা শেষ পর্যন্ত ইউক্রেনকে চেরেনোবিলের মতো পরিত্যাক্ত ভূমিতে পরিণত করতে চায়।
তিনি আরও বলেন, এর মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে- যুক্তরাজ্য আসলে যুদ্ধ থামাতে চায় না বরং উসকানি দিয়ে যাচ্ছে ইউক্রেনকে।
উল্লেখ্য, যুক্তরাজ্য মার্চের শেষের দিকে ইউক্রেনকে ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ সরবরাহ করার ঘোষণা দিয়েছে।
মূলত যুক্তরাজ্যের ওই ঘোষণার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, প্রতিবেশী বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে মস্কো।

আরো পড়ুন

রাশিয়ার অ্যারোফ্লটের স্পনসরশিপ বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেস্ক

রাশিয়ায় আঘাত হানতে ইউক্রেনকে ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিলেন স্টারমার

প্রথম আইনি চ্যালেঞ্জের মুখোমুখি প্রীতি প্যাটেলের রুয়ান্ডা পরিকল্পনা