13.7 C
London
October 4, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাজ্য সিরিয়াকে ৫০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে

যুক্তরাজ্য সরকার সিরিয়া এবং প্রতিবেশী লেবানন ও জর্ডানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের জন্য ৫০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ মানবিক সহায়তা ঘোষণা করেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, ’আমরা সিরিয়ার জনগণকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কারণ তারা একটি নতুন পথ তৈরি করেছে।’

মানবিক সহায়তার এ তহবিলের বেশিভাগ অংশ জাতিসঙ্ঘের সংস্থাগুলোতে পাঠানো হবে এবং সিরিয়ার নাগরিকদের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা সরবরাহে সহায়তা করবে।

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থা উন্নততর এবং সুরক্ষিত করতে সাহায্য করার জন্য কূটনৈতিকভাবেও কাজ করবে যুক্তরাজ্য সরকার।

তিনি আরো বলেন, সিরিয়ার ভবিষ্যৎ সরকার স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সিরিয়ার জনগণের প্রাপ্য সম্মান দিতে দেশের সকল গোষ্ঠীকে একত্রিত করবে।

সূত্রঃ এএফপি

এম.কে
১৭ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ফিলিস্তিনিদের ‘জাতিগতভাবে নির্মূল’ করছে ইসরাইল: স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী

মানবপাচার ঠেকাতে তিউনিসিয়া ও আলজেরিয়ার সাথে কাজ করবে ব্রিটেন

বছরে দুইবার বেতন বাড়াচ্ছে পোল্যান্ড