যুক্তরাজ্যে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব সংসদে উপস্থাপন করেছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। ২০ নভেম্বর পার্লামেন্টে উত্থাপিত সংশোধনীতে জানানো হয়, ভবিষ্যতে বৈধ অভিবাসীদের জন্যও ILR (Indefinite Leave to Remain) পাওয়ার শর্ত হবে আগের চেয়ে আরও কঠোর।
প্রস্তাব অনুযায়ী, ২০২১ সালের পর যুক্তরাজ্যে যারা এসেছেন, তাদের ILR পেতে অপেক্ষা করতে হবে ১০ বছর। বর্তমানে স্কিলড ওয়ার্কার ও ফ্যামিলি রুটে এই সময়সীমা পাঁচ বছর হলেও নতুন নীতিতে অপেক্ষার সময় দ্বিগুণ করা হচ্ছে।
রাষ্ট্রীয় বেনিফিট নেওয়ার ওপরও যুক্ত করা হচ্ছে অতিরিক্ত শর্ত। যারা এক বছরের কম সময় বেনিফিট নিয়েছেন, তাদের ILR পেতে সময় বাড়বে ১৫ বছরে। আর যারা এক বছরের বেশি সময় বেনিফিট নিয়েছেন, তারা স্থায়ী নাগরিকত্বের জন্য অপেক্ষা করবেন সর্বোচ্চ ২০ বছর—যা যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে অভূতপূর্ব কঠোরতা হিসেবে দেখা হচ্ছে।
ব্রেক্সিট-পরবর্তী স্বাস্থ্য ও সামাজিক যত্ন খাতে কর্মরতদের জন্যও প্রস্তাবে রয়েছে নতুন বাধ্যবাধকতা। হেলথ ও সোশ্যাল কেয়ার ভিসাধারীদের ILR পেতে বাধ্যতামূলক করা হচ্ছে ১৫ বছরের অপেক্ষা, যদিও এই খাত যুক্তরাজ্যের শ্রমবাজারে সবচেয়ে বেশি জনবল সংকটে রয়েছে।
এসব পরিবর্তন নিয়ে জনমত সংগ্রহ (consultation) চলবে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। সরকার এই সময়ের মধ্যে নাগরিকদের মতামত সংগ্রহ করে চূড়ান্ত নীতিমালা নির্ধারণ করবে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাজ্যের অভিবাসন কাঠামোতে এটি হবে গত দুই দশকের সবচেয়ে বড় পরিবর্তন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

